কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতার তদন্তে বাংলাদেশকে সহায়তা দিতে তৈরি আছে জাতিসংঘ। এই আন্দোলনকে ঘিরে সংকটের উত্তরণে বাংলাদেশে একটি তথ্যানুসন্ধান মিশন পাঠানোর কথা বলেছে সংস্থাটি। এখন বাংলাদেশ কীভাবে জাতিসংঘসহ আন্তর্জাতিক এই সহায়তা নিতে চায়, তা জানতে চেয়েছেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকেরা।