সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার আগামীকাল দেশের সকল সেনা কর্মকর্তার সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছেন। ঢাকায় কর্মরতরা সরাসরি এবং ঢাকার বাইরের কর্মকর্তারা ভিডিও লিংকে এতে যুক্ত হবেন।
জেনারেল ওয়াকার আগামীকাল যা বলতে পারেন সে বিষয়ে কিছু আগাম ধারণা পাঠিয়েছেন সেনাকর্মকর্তারা।
১. সংবিধান ও সরকারের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে। সু-শৃংখল বাহিনীর পরিচয় প্রদান করতে হবে যেন আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়। সরকার প্রধানের প্রতি বিশ্বস্ত থেকে অপশক্তির মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে।
২. বিভিন্ন সংস্থায় প্রেষণে থাকা যেসকল সেনাসদস্য ছাত্রদের উপর হামলায় জড়িত ছিলো তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করতে পারেন।
৩. মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা এবং সেনাবাহিনীর অতীত ইতিহাস ও বর্তমান বিভিন্ন সাফল্য (?!) নিয়ে আলাপ দিতে পারেন।
৪. বর্তমান সরকারের অধীনে সেনাবাহিনী কি কি সুযোগ-সুবিধা-সমরাস্ত্র ইত্যাদি পেয়েছে সেসব নিয়ে মুখে ফেনা তুলতে পারেন।
৫. সবার শেষে তাল গাছটি আমার টাইপ কথা বার্তা বলে সভা শেষ করতে পারেন।